এবার শীতের পারদ নামতে পারে চার ডিগ্রিতে

SYLNEWS TV
প্রকাশিত November 11, 2024
এবার শীতের পারদ নামতে পারে চার ডিগ্রিতে

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর থেকেই দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে এখনো শীতের তেমন কোনো অনুভূতি হয়নি। কার্তিক মাস প্রায় শেষ হয়ে এলেও শীতের দেখা মেলেনি, যা বিগত বছরগুলোতে এ সময় হাড় কাঁপানো শীতের পূর্বাভাস ছিল। তবে শীত এবার একটু দেরিতে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা জানান, এবার শীত মৌসুমে দেশের উত্তর-পূর্ব, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে, যা তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এছাড়া ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহও হতে পারে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঢাকায় শীত আরও কিছুটা দেরিতে আসবে এবং ডিসেম্বরের শেষের দিকে শীত পুরোপুরি অনুভূত হতে পারে। তবে নভেম্বরে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে, যদিও শৈত্যপ্রবাহের সম্ভাবনা তেমন নেই। এদিকে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দেশের স্থলভাগে কিছুটা প্রভাব ফেলতে পারে। এছাড়া শনিবার সকালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। সীতাকুণ্ডে সেই দিন সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।