নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে

SYLNEWS TV
প্রকাশিত November 11, 2024
নিয়ন্ত্রণ হারিয়ে বাস আইল্যান্ডে

Sharing is caring!

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস তিশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। রবিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে তিনজন। তবে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আহতরা হলেন,গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের রুহুল আমিন (২৬) একই গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম (৪৩) ও একই উপজেলার মাথাভাঙ্গা গ্রামের তারা মিয়া (৫৬)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী তথ্যমতে, তিশা এক্সক্লুসিভ পরিবহন নামে (পাবনা জ -১১-০১৩৪) বাসটিতে কমপক্ষে ৪৮ জন যাত্রী নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। বাসটি আনারপুরা এলাকা অতিক্রম করার সময় সামনের ডান পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের উপর উঠে যায়। এতে ৩ জন যাত্রী কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানান বাসে থাকা যাত্রীরা। ভবেরচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোন হতাহত হয়নি। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।