Sharing is caring!
নান্দাইল প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্কুলে-স্কুলে আকস্মিক পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। এসময় যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতির হার কম, সেগুলোকে উপস্থিতি বাড়াতে কড়া নির্দেশনাও দিচ্ছেন তিনি। গতকাল রোববার দুপুরে উপজেলার সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হলেও সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জানা গেছে, আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে দুপুর ২টায় সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। পরির্দশনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ৬ জন শিক্ষক উপস্থিত থাকলেও একজন শিক্ষক ব্যক্তিগত কাজে (প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে) বিদ্যালয়ের বাহিরে অবস্থান করছেন বলে জানা যায়। এছাড়াও ক্লাসগুলোতে গিয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে যথাক্রমে ৪৪, ৪৬ ও ৪৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে এসব শ্রেণীতে উপস্থিত ছাত্র-ছাত্রী পাওয়া যায় ২১ জন, ৮ জন এবং ২৩ জন। অর্থাৎ এই তিন শ্রেনী মিলে ১৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত পাওয়া যায়। পরিদর্শন প্রসঙ্গে অরুণ কৃষ্ণ পাল বলেন, হঠাৎ করেই আজ সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেছি। পরিদর্শনের সময় শিক্ষকরা ঠিকমতো উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা খুবই কম পেয়েছি। তাই তাদেরকে ছাত্র-ছাত্রীর উপস্থিতি বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছি। একইসঙ্গে বিদ্যালয়ের সামনে নির্মিত বাউন্ডারি দেওয়ালটি রং করার জন্য নির্দেশ দিয়েছি। প্রত্যেক শিক্ষার্থীর জন্য যথাযথভাবে মূল্যায়ন রেজিষ্টার ব্যবহারের নির্দেশ প্রদান করেছি। তবে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম মোটামুটি সন্তোষজনক। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মাঠ পর্যায়ে নানাভাবে বিদ্যালয় মনিটরিংসহ আকস্মিক পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি। আমি চাই আমার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে।