Sharing is caring!
স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে কোর্টের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে একঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর ৩টার দিকে হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি। গ্রেফতার রাজু মাল (২৬) ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে চুরির মামলায় গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়। তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে কোর্টের হাজতখানায় রাখা হলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, হাজতে থাকাকালে সুকৌশলে পালানোর একঘণ্টার মধ্যে তাকে পুনরায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।