Sharing is caring!
মোমিন তালুকদার
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ড. এ.জেড.এম জাহিদ হোসেন ময়মনসিংহ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ে রবিবার দুপুরে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক আঃ আউয়াল ফরাজী, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।