জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সভা

SYLNEWS TV
প্রকাশিত November 14, 2024
জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সভা

Sharing is caring!

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি;

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা পুলিশ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে বুধবার সকালে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

এতে মূখ্য আলোচক ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

এসময় নবীণ শিক্ষার্থীরা আয়োজকদের কাছে জোর দাবি জানান, যেন কোনভাবেই কবি নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক না ঢুকে। মাদক সরবরাহ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান তারা। অনুষ্ঠান শেষে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।