Sharing is caring!
ত্রিশাল উপজেলা প্রতিনিধি
প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল ও পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিজচালক ও অসহায় প্রায় তিনশত মানুষদেরকে সাদা ভাত, মুরগির গোশত ও ডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়।
খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: ইব্রাহীম খলীল উল্লাহ। তিনি বলেন আমার জীবন এমন উদ্যোগ আর কোথাও দেখি নাই, আমি এই এমনি মহৎতি উদ্যোগকে সাদুবাদ জানাই সেই সাথে আমার সাধ্য অনুযায়ী আমি পিবি উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থাকবো এবং তিনি সমাজের বিত্তবানদের এই পিবি ফাউন্ডেশনের পাশে দাড়ানোর আহবান জনান।
এসময় উপস্থিত ছিলেন, পিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদ, সাংবাদিক মোরশেদ আলম, শাহ্ সুলতান রঞ্জু, আসাদুজ্জামান শাহীন, দৈনিক প্রলয় এর রিপোর্টার মোমিন তালুকদার, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার শরিফুল ইসলাম, দৈনিক একুশের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর ইসলাম প্রমূখ।