Sharing is caring!
ময়মনসিংহ প্রতিনিধি
ত্রিশাল মডেল থানার ওসি মনসুর আহম্মেদ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। তার হাতে সার্টিফিকেট উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম ।
আজ ২৪ নভেম্বর রবিবার সকাল ১১টা সময় অক্টোবর মাসে অপরাধ সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সর্বোচ্চ সংখ্যক গ্রেফতারী পরোয়ানা তামিল/নিষ্পত্তি, বিট পুলিশিং সভা, গুরুত্বপূর্ণ মামলা রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার,
থানায় আগত জনসাধারনকে পুলিশী সেবায় সঠিকভাবে দায়িত্ব পালন সহ চোরাই মালামাল উদ্বারসহ বি়ভিন্ন সফলতার কারনে জেলা পুলিশ সুপার ময়মনসিংহ ওসি মনসুর আহাম্মদকে ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার পুরস্কৃত করেন।
ওসি মনসুর আহম্মেদ বলেন, আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। ত্রিশালবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। সে জন্য ময়মনসিংহ বাসীকে ধন্যবাদ জানাই।